ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোট প্রচারণায় স্বস্তির বৃষ্টি

সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, মে ৪, ২০১৪
ভোট প্রচারণায় স্বস্তির বৃষ্টি

কলকাতা: প্রখর খরতাপ আর ঘেমে-নেয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন লোকসভা নির্বাচনের প্রার্থীরা। অস্বস্তি লাগলেও ভোট বলে কথা।

তাই দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে সমর্থকসহ প্রার্থীদের।

এ নরক যন্ত্রণার অবসান ঘটল শনিবার সন্ধ্যার বজ্রসহ বৃষ্টিপাতে। পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর মধ্যে হাজির হল শীতল পরশ নিয়ে দেবদূতের মতো স্বস্তির বৃষ্টি।

যদিও বজ্রপাতে মৃত্যু হয়েছে ৭ জনের। তবু কলকাতার মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস যে, দীর্ঘদিন পর তারা কাঙ্খিত বৃষ্টির ছোঁয়া পেলেন। ক্ষণিকের জন্য হলেও জীবনটা জুড়ালো তাপদাহ থেকে।

শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। ঝড়বৃষ্টিতে এ রাজ্যে সাতজনের মৃত্যু হয়েছে। কুচবিহার, জলপাইগুড়ি ও বর্ধমানে বজ্রপাতে মৃত্যু হয়েছে তাদের। আহতের সংখ্যা কমপক্ষে একুশ।  

যদিও শুক্রবার কলকাতার কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছিল, তবে শনিবার সন্ধ্যায় মনের মতো বৃষ্টির ছোঁয়া পেলেন কলকাতা শহরবাসী। সন্ধ্যার পর কলকাতায় বৃষ্টি নামে।

বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া, যা গরমের হাত থেকে স্বস্তি দিয়েছে। নেমেছে তাপমাত্রার পারদ। ঝোড়ো হাওয়ায় নারকেলডাঙা এবং বেহালায় গাছ ভেঙে পড়ে। এর জেরে নারকেলডাঙায় যান চলাচল ব্যাহত হয়।

আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলীপুর আবহাওয়া দফতর।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।