ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৩৫ তৃণমূল সমর্থকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, মে ৬, ২০১৪
৩৫ তৃণমূল সমর্থকের যাবজ্জীবন

কলকাতা: চতুর্থ দফার নির্বাচনের আগের দিন বড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ‘পাড়ুই হত্যা মামলা’-য় ৩৫ জন তৃণমূল সমর্থককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এর মধ্যে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের এক ব্লক সভাপতিও রয়েছেন।

১৯৯৬ সালে এক সিপিএম সমর্থককে বাঁশ ও ধারাল অস্ত্র দিয়ে খুন করে দুষ্কৃতিকারীরা। প্রায় ১৮ বছর মামলা চলার পর মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।

মামালায় শাসক দলের এক ফেরার নেতাকে নিয়ে প্রশাসনের নরম মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে পুলিশের খাতায় ফেরার দেখালেও আদালতে হাজির ছিলেন শাসক দলের নেতা শেখ সাজমল।

আদালতের রায়ে সন্তুষ্ট নিহত সিপিএম কর্মী জয়নাল আবেদিনের পরিবার।

রাজনৈতিক মহলের ধারণা, নির্বাচনের আগের দিন এ রায় ঘোষণায় শাসক দলের ওপর চাপ বাড়বে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।