ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোটকে কেন্দ্র করে কলকাতার রাস্তায় কেন্দ্রীয় বাহিনী টহল

কলকাতা থেকে সুকুমার সরকার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মে ৬, ২০১৪
ভোটকে কেন্দ্র করে কলকাতার রাস্তায় কেন্দ্রীয় বাহিনী টহল

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যের ৬টি আসন- ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া ও আসানসোলে বুধবার সকাল থেকে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে ও ভোটারদের মধ্যে আস্থা তৈরিতে এসব কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী টহলের উদ্যোগ নিয়েছে।



অবশ্য রাজ্যের বিরোধীদলগুলো এর আগে থেকেই চতুর্থ দফা এই ভোটের আগে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনীকে টহলের ব্যাপারে চাপ দিচ্ছিল। এ লক্ষ্যে গত ৩০ এপ্রিল রাজ্যের তৃতীয় দফা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে চিরুনি তল্লাশি চালায়। যা এ বারও করা হলো।

মঙ্গলবার রাজ্যে চতুর্থ দফা ভোটের আগের দিন আসানসোল ছাড়া বাকি পাঁচটি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা টহল দেয়। আসানসোলের অতি স্পর্শকাতর কেন্দ্রগুলোতে ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

এ ব্যাপারে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারেন সে জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছাড়াও মাইক্রো অবজার্ভার ছাড়াও বুথে ভিডিও ক্যামেরা, ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে ।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ০৬,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।