ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটে সরাসরি দিল্লির নজরদারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মে ৭, ২০১৪
পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটে সরাসরি দিল্লির নজরদারি

কলকাতা: পশ্চিমবঙ্গের চতুর্থ দফার ভোটের দিন সকালে নির্বাচন কমিশন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে।

দিল্লির জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তাকে ভোটের প্রতিটি খুঁটিনাটি বিষয় জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে বলেছে।



বুধবার সকালে নির্বাচন কমিশন এ নির্দেশ দেয়।

চতুর্থ দফায় পুরুলিয়া, মেদেনীপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

তৃতীয় দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছিল বিরোধী দলগুলো। প্রধান নির্বাচনী কর্মকর্তাকে অপসারণের দাবিও উঠেছিলো সে সময়।

এর ফলে বেশ কিছুটা চাপের মুখে পড়েছে নির্বাচন কমিশন। আর এ কারণেই সরাসরি দিল্লি থেকে নজরদারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অপরদিকে বিক্ষিপ্ত কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গের ৬টি আসনে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।

দুই ঘণ্টা অতিক্রম হওয়ার পর ৬টি আসনে ভোট পড়েছে ২০-২৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।