ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ‘পদ্ম ফুল’ ফোটাবার আবেদন মোদীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মে ৮, ২০১৪
পশ্চিমবঙ্গে ‘পদ্ম ফুল’ ফোটাবার আবেদন মোদীর ছবি: নরেন্দ্র মোদী

কলকাতা: কলকাতার কাঁকুড়গাছি অঞ্চলে সভা করলেন বিজেপি’র প্রধানমন্ত্রী পদের দাবিদার নরেন্দ্র মোদী। পশ্চিমবাংলার শেষ দফা নির্বাচনের আগে এটাই ছিল নরেন্দ্র মোদীর শেষ প্রাক নির্বাচনী জনসভা।

এর আগে পশ্চিমবঙ্গের চন্দননগর ও বারাসাতে একটি করে সভা করেন নরেন্দ্র মোদী।

কলকাতার সভায় মোদী বলেন, ভারতের নির্মাণে বাঙলার অবদান শতাব্দী প্রাচীন।

তিনি বলেন, বাঙলার মানুষ আমাকে আপন করে নিয়েছেন। আমি তার মর্যাদা দেবো।

মোদীর ভাষণ সরাসরি দুটি ভাগে ভাগ করা ছিল। প্রথম ভাগে তিনি কেন্দ্রের কংগ্রেস সরকারের সমালোচনা করেন।

মোদী বলেন, কংগ্রেস নিজের কাজের প্রচার করছে না। তাদের একটাই উদ্দেশ্য যে ভাবেই হোক মোদীকে আটকাও।

তিনি বলেন, এ কারণেই কংগ্রেস ব্যক্তি আক্রমণের মত জঘন্য পর্যায়ে নেমে এসেছে।

নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস বলছে মোদী নিচু মানের রাজনীতি করে, কিন্তু যখন ভারতীয় সৈন্যদের সীমান্তে মাথা কেটে নিয়ে চলে যায় আর সেই মৃত সৈনিকের অসহায় স্ত্রীরা স্বামীর মাথা ফেরত পেতে অনশনে বসেন তখন কংগ্রেস সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বিরিয়ানি খয়াতে ব্যস্ত থাকেন। এটা কোন উচ্চ রাজনীতি!

নীচু রাজনীতি নিয়ে কটাক্ষের জবাব দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, কার্গিলের শহীদ পরিবারে জন্য বানানো বাড়ি নিয়ে “আদর্শ কেলেঙ্কারি” –এর সঙ্গে নাম জড়িয়েছে কংগ্রেস সরকারের ।

তিনি বলেন, এর থেকে নীচু রাজনীতি আর কি হতে পারে?
 
তিনি টেনে আনেন কমনওয়েলথ গেমসে হওয়া কেলেঙ্কারির কথা।

নরেন্দ্র মোদীর ভাষণের দ্বিতীয় পর্যায়ে ছিল রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের প্রতি তীব্র কটাক্ষ।

মোদী বলেন, বাঙলার মানুষ আমাকে ভালবেসেছে আর তাই ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলে সম্বোধন করে বলেন , ‘দিদি’ আমাকে জেলে পুরবে বলছেন, কিন্তু বাঙলায় পরিবর্তন আনতে গিয়ে ‘দিদি’ নিজেই পরিবর্তিত হয়ে গেছেন।

রাজ্যের আইন শৃঙ্খলার প্রসঙ্গে টেনে নরেন্দ্র মোদী বলেন, নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ সবথেকে উপরে। এটা এই রাজ্যের পক্ষে লজ্জার।

বক্তৃতায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে ফের সরব হন নরেন্দ্র মোদী।

তিনি বলেন, আজ আমি যে কথা বলছি ২০০৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলেছেন। এমন কি সীমান্তের জেলাগুলি নিয়ে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার চিন্তা প্রকাশ করেছিলেন। কিন্তু তার বলা কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে তার সমালোচনা করা হচ্ছে।

তার বক্তব্যে আসে রাজ্যের ‘সারদা কেলেঙ্কারি’ সহ অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতার প্রসঙ্গ। তিনি পশ্চিমবঙ্গবাসীকে  আবেদন জানান তারা যেন বিজেপি-কে শক্তিশালী করে,  তবেই তিনি দেশকে শক্তিশালী করতে পারবেন।

মোদীর সভাকে ঘিরে কলকাতায় যথেষ্ট উৎসাহ লক্ষ করা গেছে। ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ৭ মে, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।