ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, মে ১২, ২০১৪
ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

কলকাতা: পশ্চিমবঙ্গের পঞ্চম দফা নির্বাচনে ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন। ভারতীয় সময় সকাল দশটার কিছু আগে রাজভবন থেকে বেরিয়ে সরাসরি তিনি  ভোট কেন্দ্রে  হাজির হন।

সঙ্গে ছিলেন তার স্ত্রী পদ্মিনী নারায়ণন।

রাজভবনের কাছে একটি সরকারি অফিসে করা নির্বাচনী বুথে তিনি তার ভোট দেন। রাজ্যের পঞ্চম দফা ভোট সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বিশেষ কিছু বলা থেকে বিরত থাকেন।

আপর দিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সকাল বেলায় তার ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি রাজ্যের মানুষকে নির্ভয়ে ভোট দেবার আবেদন জানান।

পার্থ চট্টোপাধ্যায় নির্ভয়ে ভোট দেবার আবেদন জানালেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে গোলমালের খবর আসতে শুরু করে। কলকাতার কাছে বিধান নগর (সল্টলেক) অঞ্চলে বিরোধী দল সিপিএম-এর একটি বুথ অফিস ভেঙে দেবার অভিযোগ এসেছে।

কলকাতার বেলেঘাটা, বরানগর, নারকেল ডাঙ্গা, যাদবপুর প্রভৃতি অঞ্চল থেকেও বিক্ষিপ্ত গোলমালের খবর আসছে।

ভারতীয় সময় সকাল ১১টা পর্যন্ত দক্ষিণ কলকাতা কেন্দ্রে ভোট পড়েছে ৩২ শতাংশ। উত্তর কলকাতা কেন্দ্রে ভোট পড়েছে ৩৫ শতাংশ। বঁনগা লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪১ শতাংশ। দমদম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩৯ শতাংশ। যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩৮ শতাংশ। ঘাটাল কেন্দ্রে ভোট পড়েছে ৪৮ শতাংশ। বহরমপুরে ভোট পড়েছে ৪০ শতাংশ।

সকাল ১১টা পর্যন্ত গোটা রাজ্যে গড় ভোটের হার প্রায় ৪০ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।