ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শেষ দফার ভোটে নিজেরাই গোপন ক্যামেরা বসাচ্ছে সিপিএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৪
শেষ দফার ভোটে নিজেরাই গোপন ক্যামেরা বসাচ্ছে সিপিএম

কলকাতা: পশ্চিমবঙ্গে শেষ দফার নির্বাচনে প্রযুক্তি ব্যবহারের কৌশলী দৃষ্টান্ত রাখতে চলেছে সিপিএম।

বিগত দফার নির্বাচনগুলোতে সিপিএম তথা বিরোধী দলগুলোর তরফে শাসক দলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে সিপিএম এ উদ্যোগ নিয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের সক্রিয়তার ঘাটতি নিয়েও প্রশ্ন উঠেছিলো বারবার।

পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর তরফে বলা হয়েছিল, বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের নির্দেশ থাকলেও বুথে ছিলনা কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও বুথে যতো ক্যামেরা বসানোর কথা ছিল ততো ক্যামেরা বসানো হয়নি। আবার অনেক জায়গায় ক্যামেরা বসানো হলেও সেগুলো সঠিকভাবে কাজ করেনি।

এসব সমস্যার কথা মাথায় রেখে এক অভিনব পরিকল্পনা নিয়েছে সিপিএম। বিশেষ করে উত্তর চব্বিশ পরগণা জেলায় প্রায় একশ’টি গোপন ক্যামেরা বসাতে চলেছে সিপিএম।

সিপিএম নেতা সাবেক আবাসন মন্ত্রী গৌতম দেব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এই ক্যামেরাগুলো থেকে পাওয়া ছবি প্রয়োজনে সরাসরি ইন্টারনেটের সাহায্য নিয়ে পাঠান হবে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে।

যদিও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বুথের ভেতর ও বুথের ২০০ মিটারের ভেতরে এ ধরনের কাজ করা যাবে না। তবে কোথায় কি ভাবে এ ক্যামেরা বসানো হবে সেটি খোলাসা করে জানাতে চাননি এই প্রবীণ সিপিএম নেতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতি নিয়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রের মধ্যে হোটেল, বিয়ের জন্য ভাড়া দেওয়া হয় এমন বাড়ি ইত্যাদিতে জমায়েত করছে। তিনি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।