ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বিধ্বস্ত বাম শিবির

ভাস্কর সরদার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মে ১৬, ২০১৪
পশ্চিমবঙ্গে বিধ্বস্ত বাম শিবির

নির্বাচন কমিশনের দপ্তর থেকে: গোটা দেশের বিজেপি সাইক্লোনে পশ্চিমবঙ্গে বিধ্বস্ত বাম শিবিরে। এখনও পর্যন্ত ফলাফলের প্রবণতা যেদিকে যাচ্ছে তাতে বাম দলের পশ্চিমবঙ্গের আসন সংখ্যায় দুই অঙ্কে যাওয়া শুধু কষ্টকল্পনা নয়, অসম্ভবও বটে।



অপরদিকে, গতবারের চেয়ে ভালো ফল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। চতুর্মুখী লড়াইয়ের ফলে যে ভোট কাটাকাটি হওয়ার কথা বলা হলেও ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে তৃণমূলবিরোধী ভোট প্রায় সবটাই পড়েছে বিজেপির খাতায়।

শুধু তাই নয়, এক বিরাট অংশের বাম ভোট গেছে বিজেপির সমর্থনে।

এই মুহূর্তের ফলাফলের যে প্রবণতা পাওয়া যাচ্ছে তাতে একটি মাত্র আসনে এগিয়ে আছে বামফ্রন্ট। নিজেদের জায়গা প্রায় ধরে রাখতে সক্ষম কংগ্রেস। তারা এগিয়ে আছে ৫টি আসনে। বিগত নির্বাচনে তারা ৬টি আসন পেয়েছিল।

তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৩৩টি আসনে। আর গত নির্বাচনে একটি আসন পাওয়া বিজেপি এগিয়ে আছে ৩টি আসনে।

কলকাতা উত্তরে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসপ্রার্থী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী সুব্রত বস্কি। যদিও এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি প্রার্থী তথাগত রায়ের সঙ্গে।

দমদম লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী সৌগত রায়। এখানে পিছিয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের সাবেক অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত।

যাদবপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী সুগত বসু এবং হাওড়ায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে তিনি সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যকে বেশ কিছুটা পিছনে ফেলে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ১৬ মে , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।