ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পরাজয়ের দায় দলের সবার, রাহুলের একার নয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ১৬, ২০১৪
পরাজয়ের দায় দলের সবার, রাহুলের একার নয় রাহুল গান্ধী

ঢাকা: ১৬তম জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে পরাজয় ঘটেছে তার দায় দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর একার নয়, সবার বলে স্বীকার করেছে দলটি।

৫৪৩টি আসনের নির্বাচনের ফলাফল প্রকাশের পর শুক্রবার বিকেলে দলটির পক্ষ থেকে এ স্বীকারোক্তি দেওয়া হয়।



নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৩৭ আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিপরীতে মাত্র ৬০ আসন পেয়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ’র। অবশিষ্ট সব দলের প্রার্থীরা মিলে পেয়েছে ১৪৬টি আসন।   বিজেপি একাই জিতেছে ২৮৪ আসনে।

তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর জয়ললিতার দল এডিএমকে। তারা জিতেছে ৩৮টি আসনে। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির দলটি পেয়েছে ৩৪ আসন।

** দিল্লির সড়ক যেন বিজেপির উৎসব ময়দান

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।