ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অপপ্রচার-কুৎসার বিরুদ্ধে মানুষের জবাব এই রায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, মে ১৬, ২০১৪
অপপ্রচার-কুৎসার বিরুদ্ধে মানুষের জবাব এই রায়

কলকাতা: সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিলেও সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন মানুষ’।

কালীঘাটে নিজের বাড়িতে বসে তিনি বলেন,  যে অপপ্রচার, কুৎসা করা হয়েছিল এ রায় তার বিরুদ্ধে মানুষের জবাব।



ইতোমধ্যে বেসরকারি হিসাবে ৪২ আসনের মধ্যে ৩৪টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। বামফ্রন্ট পেয়েছে ২টি, কংগ্রেস ৪টি এবং বিজেপি পেয়েছে ২টি আসন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তৃণমূল কংগ্রেস দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে। সংবাদ মাধ্যমের একটি বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে। তবু আমরা জিতেছি।

মমতা জানান, আগামীতে বিজয় মিছিলের ব্যাপারে ঘোষণা দেবে তৃণমূল কংগ্রেস।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ১৬ মে , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।