ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে তারকা প্রার্থীদের জয়-পরাজয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ১৬, ২০১৪
পশ্চিমবঙ্গে তারকা প্রার্থীদের জয়-পরাজয়

কলকাতা: ষোড়শ লোকসভা নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকেই ব্যাপক আলোচনায় ছিলেন পশ্চিমবঙ্গের তারকা প্রার্থীরা। এবারের নির্বাচনে সব থেকে বেশি তারকাকে ভোটের ময়দানে হাজির করেছিলো শাসক দল তৃণমূল কংগ্রেস।



শুক্রবার এ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে, টলিউডের বিভিন্ন প্রজন্মের অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীই  মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন।

এক ঝলকে দেখে নেওয়া যাক, তৃণমূলের জয়ী এবং পরাজিত তারকাদের তালিকা।

জয় পেয়েছেন বাঙলা সিনেমার সুপারস্টার হিরো দেব, তিনি ঘাটাল কেন্দ্র থেকে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হয়েছেন।

জিতেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন সেন এবং মেদিনীপুর থেকে অভিনেত্রী সন্ধ্যা রায়।

তৃণমূল প্রার্থী অভিনেতা তাপস পাল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে পুনঃনির্বাচিত হয়েছেন।

বালুরঘাট কেন্দ্র থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী নাট্যকর্মী অর্পিতা ঘোষ।

পুনর্বার জিতেছেন বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়।

তবে তৃণমূলের টিকেটে লড়া ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া হেরে গেছেন।

বাইচুং ভুটিয়া বিজেপি প্রার্থী এস এস আলুআলিয়ার কাছে পরাজিত হয়েছেন।

পরাজিত হয়েছেন দুই গায়ক প্রার্থী ইন্দ্রনীল সেন এবং সৌমিত্র রায়।

ইন্দ্রনীল সেন পরাজিত হয়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর কাছে। অপরদিকে কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজির নূর এর কাছে পরাজিত হয়েছেন ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৬ মে , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।