ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জরিপের চেয়েও পিছিয়ে কংগ্রেস

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মে ১৭, ২০১৪
জরিপের চেয়েও পিছিয়ে কংগ্রেস

Jasmin_papriনয়াদিল্লি থেকে: মিডিয়া বুথ ফেরত জরিপ বা এক্সিট পোলকে পাত্তা না দিলেও জরিপের চেয়েও করুণভাবে পরাজিত হলো ভারতের ক্ষমতাসীন দল জাতীয় কংগ্রেস। রাজনৈতিক ইতিহাসে প্রথমবার এমন শোচনীয় পরাজয় বরণ করল গান্ধী পরিবার।



লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ৫৪৩টি আসনের মধ্যে মাত্র ৫৮টি আসন পেয়ে ভরাডুবি হয়েছে এশিয়ার অন্যতম প্রাচীন দল কংগ্রেসের।

শুধু কংগ্রেস নয়, বিজেপিও খুব বেশি ভরসা করেনি এই মিডিয়া জরিপে। বিজেপি-আরএসএস কর্মীদের করা সমীক্ষায়তেও ২২৬ আসনেই আটকে গিয়েছিলো বিজেপি। সে জরিপও এবার মিথ্যা প্রমাণিত হল। জয় হল মিডিয়া জরিপের।  

এর আগে ২০০৪ ও ২০০৯ সালের মিডিয়া এক্সিট পোল বিজেপিকে জয়ী দেখালেও দুইবারই সরকার গঠন করে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। তবে এবারের এক্সিট পোল হিসেব অনুযায়ী বিজেপির নেতৃত্বে এনডিএ জোট সর্বোচ্চ আসন পেয়ে সরকার গঠনের পথে আছে।

গত ১২ মে ভারতের নয় দফা নির্বাচন শেষে দেশটির মিডিয়া বুথ-ফেরত জনমত জরিপে (এক্সিট পোল) বলে, বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এককভাবে সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় ২৭২ থেকে ২৮৩ আসন পেতে যাচ্ছে। আর ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১১০ থেকে ১২০টি আসন৷ জোট ছাড়া বিজেপি ২৫১টি এবং কংগ্রেস মাত্র ৭৮টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেয় তারা। মুল ফলাফলে দেখা যায় কংগ্রেস তার চেয়েও কম আসন পেয়েছে। বিজেপি এবং এনডিএ জোট আসন পেয়েছে জরিপের তুলনায় অনেক বেশি।
 
তবে শুক্রবার নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেস এসব বিষয়ে কোনো তর্কে না গিয়ে পরাজয় মেনে নেয়।

কংগ্রেস নেতা শাকিল আহমেদ বাংলানিউজকে বলেন, পরপর দুইবার মিডিয়ার জরিপ মিথ্যা প্রমাণ করে কংগ্রেস সরকার গঠন করে। আমরা এমন পরাজয় এবার আশা করিনি। তবে ফলাফল আমরা মেনে নিয়েছি। জয়ী দলের জন্য শুভকামনা। বিজেপির নির্বাচনী স্লোগানের মতো আমরা জনগণের সুদিন দেখতে চাই।

মূল ফলে দেখা যায়, এনডিএ ৩৩৮ আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিপরীতে মাত্র ৫৮ আসন পেয়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ’র। অবশিষ্ট সব দলের প্রার্থীরা মিলে পেয়েছে ১৪৭ আসন। বিজেপি একাই জিতেছে ২৮৪ আসনে।
 
১২ মে সন্ধ্যা ছটা থেকে প্রকাশিত বুথ-ফেরত জরিপে ইন্ডিয়া টুডে সিআইসিইআরওর বলে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৬১ থেকে ২৮৩টি আসন পেতে পারে৷ আর ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১১০ থেকে ১২০টি আসন। অন্যান্য দল ১৫০ থেকে ১৬২টি আসন পেতে পারে।

এবিপি-এসিনিয়েলসনের জরিপ অনুসারে, এনডিএ ২৭ টির বেশি এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট ১১০টি আসন পাওয়ার কথা বলেছে।

টাইমস নাউ ওআরজির জরিপ অনুসারে জানিয়েছে, বিজেপি এককভাবে ২১৮টি ও জোটগতভাবে এনডিএ ২৪৯টি আর ইউপিএ ১৪৮টি আসন পেতে পারে।

ইন্ডিয়া টিভি-সিভোটারের জরিপে বলা হয়, এনডিএ ২৪৯টি, কংগ্রেস ১০১ ও আম আদিম পার্টি (এএপি) পাঁচটি আসন পেতে পারে। এ ছাড়া নিউজএক্স-সিভোটারের জরিপে বলা হয়, বিজেপি ২৫১টি, ইউপিএ ১০১টি আসন পেতে পারে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।