ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নেতাদের সঙ্গে বৈঠকে সারলেন মোদী

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৪
নেতাদের সঙ্গে বৈঠকে সারলেন মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঢাকা: সরকার গঠনের আনুষ্ঠানিকতা সারতে ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার নয়াদিল্লিতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে করলেন। ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে ব্যাপক বিজয় লাভের পর গুটরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদরের প্রধানমন্ত্রীর পদ অলংকার করা এখন সময়ের ব্যাপার মাত্র।



মোদী রোববার দলে তাঁর অতি ঘনিষ্ঠ অমিত শাহ, দলের সাধারণ সম্পাদক জে পি নাড্ডা, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কর্নাটকের লৌহমানব বিএস ইয়েদিউরাপ্পা এবং দলের বিহারের দায়িত্বপ্রাপ্ত নেতা ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বলে ইণ্ডিয়ান এক্সপ্রেসের খবর।

লোকসভা নির্বাচনে বিহারে জেডিইউ’র ব্যাপক ভরাডুবির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের ঘটনায় সেখানকার পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়েও মোদী দল নেতাদের সঙ্গে আলোচনা করেন।

তবে বিজেপি নেতৃবৃন্দ সূত্রের খবর- তারা বিহারে জেডিইউ’র রাজনৈতিক ডামাডোল বিষয়টি বেশ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য। কেননা নীতিশ কুমারের পদত্যাগের দরুণ দলের সংসদ সদস্যরা রোববার বৈঠকে বসছেন তাদের একজন নেতা নির্বাচনের জন্য।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগেই মোদীকে আনুষ্ঠানিকভাবে বিজেপি সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হবে দলের ২০ মে বৈঠকে। রোববার দলের এ সিদ্ধান্তের কথা জানিয়ে বিজেপি প্রধান রাজনাথ সিং বলেন, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত এহণের জন্য এদিনের বৈঠকে এনডিএর জোটের শরীক নেতাদেরও ডাকা হবে।

তবে মোদীর শপথ গ্রহণ ২১শের পরিবর্তে ২২ বা ২৩ মে করার সিদ্ধান্ত হয়েছে। কেননা ২১ তারিখে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। মোদী চাইছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ গান্ধী পরিবারের অন্যান্য সদস্যরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকুন।

মোদী শনিবার সকালে গুজরাট থেকে নয়াদিল্লি পৌঁছান। এদিন বিকালে তিনি তাঁর অপর আসনকেন্দ্র বরানসীতে পূজা দিয়ে ফের সন্ধ্যায় দিল্লি ফিরে আসেন।  
 
 বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।