ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তাপমাত্রায় রাজস্থানকেও টেক্কা কলকাতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, মে ১৯, ২০১৪
তাপমাত্রায় রাজস্থানকেও টেক্কা কলকাতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: জ্যৈষ্ঠের দহনে মরুভূমির রাজ্য রাজস্থানকেও টেক্কা দিচ্ছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই তিন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এসে ঠেকেছে।

এই দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও।

সোমবার রাজ্যের আবহাওয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

যেখানে রাজস্থানের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেখানে কলকাতায় সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়া গত সপ্তাহ থেকেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই বিদ্যমান ছিলো। এখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৭ শতাংশ।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতায় তাপমাত্রার রেকর্ড ৪৪ ডিগ্রি পার করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া বিভাগ বলছে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই কালবৈশাখীর আশা করে থাকা কলকাতাবাসীকেও হতাশ হতে হচ্ছে।

এ দিকে জেলায় সতর্কতা জারি করা হয়েছে দুপুরে ঘরের বাইরে অতি প্রয়োজন ছাড়া বের না হতে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।