ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পদত্যাগ করলেন তৃণমূল বিধায়ক শিখা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ১৯, ২০১৪
পদত্যাগ করলেন তৃণমূল বিধায়ক শিখা

পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে: পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক শিখা মিত্র।

সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন।



লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই কলকাতার বউবাজারের বিধায়ক শিখা মিত্রের এই পদত্যাগ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে।

তৃণমূল কংগ্রেসের এই বিতর্কিত বিধায়ক দল বিরোধী কথা বলার জন্য আগেই দল থেকে বহিষ্কৃত হয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল।

তবে কোনো ধরনের বহিষ্কারের চিঠি পাননি বলে জানিয়েছেন শিখা মিত্র।

দলে কোনো গণতান্ত্রের চর্চা নেই অভিযোগ করে ইস্তফাপত্র জমা দেবার পর শিখা মিত্র বলেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ৩৪টি আসন জয়লাভ করেছে। কিন্তু যেভাবে হিংসার আশ্রয় নিয়ে ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস তা আমি সমর্থন করি না।

তিনি বলেন, মানুষের রায়কে আমি যথেষ্ট সম্মান করি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে শিখা মিত্র বলেন, ভাষা প্রয়োগে মুখ্যমন্ত্রীর আরও সতর্ক হওয়া প্রয়োজন।

রাজ্যে প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শিখা মিত্র সাংবাদিকদের বলেন, রাজনীতিতে শিষ্টাচার নষ্ট হয়ে গেছে। তার প্রতিবাদেই আমি ইস্তফা দিয়েছি।

সদ্য বিধানসভা  থেকে পদত্যাগ করা শিখা মিত্র ১৬তম লোকসভা নির্বাচনে উত্তর-কলকাতা থেকে পরাজিত কংগ্রেস প্রার্থী সোমেন মিত্রের স্ত্রী। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য পদে ইস্তফা দিয়ে জাতীয় কংগ্রেসে যোগদেন সোমেন মিত্র।

এদিকে লোকসভা ভোটের ফল প্রকাশ  হবার পরপরই তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের বেশকিছু বিতর্ক সামনা সামনি চলে এসেছে। লোকসভা ভোটে আসানসোলে তৃণমূল প্রার্থীর পরাজয়ের কারণে কৃষিমন্ত্রী মলয় ঘটককে পদত্যাগ করতে বলেছেন মমতা।
 
একই কারণে মালদা জেলার নেতা ও রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের কাজিয়া প্রকাশ্যে চলে এসেছে।

এই বিষয়ে দলীয় স্তরে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী।  

তবে ভবিষ্যতে কংগ্রেসে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলেও এ বিষয়ে কোনো উত্তর দিতে চান নি শিখা মিত্র।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।