ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর শপথে সার্ক নেতারা আমন্ত্রিত

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, মে ২১, ২০১৪
মোদীর শপথে সার্ক নেতারা আমন্ত্রিত ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঢাকা: ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে সার্ক দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৬ মে নয়াদিল্লিতে রাষ্ট্রপতিভবনে এই শপথ অনুষ্ঠিত হবে।



এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। পূর্ব নির্ধারিত চার দিনের সফরে ২৫ মে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, তার জাপান সফর পূর্ব নির্ধারিত। সরকারী এই গুরুত্বপূর্ণ সফরেই যাচ্ছেন প্রধানমন্ত্রী।

রীতি অনুযায়ী সরকারের শীর্য পর্যায়ের এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব কে করবেন তা চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ সময় ১২৪০ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।