ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পালিত হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, মে ২২, ২০১৪
কলকাতায় পালিত হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী রামমোহন রায়ের জন্মবার্ষিকী

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো রাজা রামমোহন রায়ের ২৪০তম জন্মবার্ষিকী।

বৃহস্পতিবার এ উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এতে উপস্থিত ছিলেন বামফ্রন্ট, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিধায়করা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, আজও রাজা রামমোহন রায়ের জীবন ও আদর্শ সমানভাবে প্রাসঙ্গিক। রাজ্য সরকার সর্বতভাবে বাংলার মনিষীদের সম্মান জানাতে চেষ্টা করে চলেছে।

১৭৭২ সালের ২২ মে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। ১৮২৮ সালে তিনি দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে এক হয়ে ব্রাহ্মসভা গঠন করেন। পরবর্তীতে তা ব্রাহ্মসমাজ নামে পরিচিত হয়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘ফাদার অফ দ্যা ইন্ডিয়ান রেনেসাঁ’ বা ভারতের নবজাগরণের জনক এবং ‘প্রফেট অফ দ্যা ইন্ডিয়ান ন্যাশনালিজম’ বা ভারতীয় জাতীয়তাবাদের প্রবক্তা বলে অভিহিত করেন। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষাকেন্দ্র, সরকারি প্রতিষ্ঠানে গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।