ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি মেরামত সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মে ২৪, ২০১৪
কলকাতায় চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি মেরামত সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের সহযোগিতায় বেসরকারি উদ্যোগে দিন রাত ২৪ ঘণ্টা ভ্রাম্যমাণ গাড়ি মেরামত সেবার উদ্বোধন করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্র।

শনিবার তিনি এই ভ্রাম্যমাণ গাড়ি মেরামত সেবার উদ্ভোধন করেন।



এ সেবার মাধ্যমে কলকাতাবাসীকে এখন আর নিজের গাড়িটি মেরামতে কোথাও যেতে হবে না। শুধুমাত্র একটি ফোন দিলেই ভ্রাম্যমাণ মেরামত দল বাসায় এসে গাড়ি ঠিক করে যাবে।

জানা গেছে, এ জন্য পুরো পশ্চিমবঙ্গে কাজ করবে এই রকম ৩২টি ভ্রাম্যমাণ ভ্যান। রাস্তায় কোনো গাড়ি সংক্রান্ত সমস্যা হলেই শুধু একটি ফোন করেই সমস্যার সমাধানে হাজির হবে এই তারা।

এ সেবার উদ্ভোদন করে মদন মিত্র বলেন, এই সেবার রাজ্যের মানুষের খুবই কাজে আসবে বলে আমি আশা প্রকাশ করি।

তিনি আরও বলেন, এখনও ভারতের অন্য কোনো রাজ্যে এই সেবা চালুই হয়নি। এই ধরনের সেবা ভারতে এই রাজ্যেই প্রথম।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।