ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাপ্পী’র সুরে বাজপেয়ী গীতিকার

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মে ২৯, ২০১৪
বাপ্পী’র সুরে বাজপেয়ী গীতিকার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ও বাপ্পী লাহিড়ী

ঢাকা: গীতিকারের খাতায় নাম উঠতে যাচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর। না তিনি কোন গান লেখেন নি।

তিনি এখন বেশ অসুস্থ। গান লেখার মনের অবস্থা নেই। শুধু অবসরে দিন কাটাচ্ছেন। তবে তাঁর লেখা কবিতাগুলো বাপ্পী লাহিড়ীর সুরে গান হয়ে উঠবে অচিরেই।

এমনটাই ঘোষণা দিলেন সদ্য সমাপ্ত  ভারতের ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে বিজেপির তারকা প্রার্থী বাপি লাহিড়ী। কয়েক মাসের মধ্যে অটলবিহারী বাজপেয়ীর গানের অ্যালবাম বের হবে বাপ্পী লাহিড়ীর হাত ধরে৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর আটটি কবিতা নিয়ে এই গানের অ্যালবাম তৈরি হবে।

বাপ ঘোষণা দিয়েছেন, বাজপেয়ীজী’র কাছ থেকে অনুমতি পেয়ে গিয়েছি৷ এখন কবিতা বাছার পালা৷ হিন্দি সিনেমার এই হিট সুরকার জানান, আটটি কবিতা ঠিক করে নিয়ে তাতে সুর দেব৷ গানগুলি কে কে গাইবে তাও ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন তিনি ৷

বাপ্পী লাহিড়ী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে কয়েকদিন আগে কলকাতা থেকে দিল্লি গিয়েছিলেন ৷ এই সময় অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ মহলে বাপ্পী তাঁর ইচ্ছার কথা জানিয়েছিলেন৷ এরপরই গোটা ব্যাপারটি একটি চূড়ান্ত রূপ পায়৷

আর তাতে ‘ডিস্কো ডান্সারে’র সুরকার অত্যন্ত খুশি ৷ বাপ্পী লাহিড়ী এরপরেই মিডিয়াকে জানান, বহুদিন পরে স্বপ্ন পূরণ হল৷ বাজপেয়ীজী’র কাছে আমি কৃতজ্ঞ৷ বহু বছর ধরেই তাঁর কবিতা পড়ছি৷ তাই সুর দেওয়ার বিষয়টি প্রথম থেকেই মাথায় ছিল৷

বাপ্পী কোন কোন কবিতায় সুর দেবেন- সুরকারের কথায়, ‘তাঁর অনেক কবিতাই পড়েছি৷ এর মধ্যে আটটা বেছে  নিয়ে অ্যালবাম তৈরি করব৷ যদিও সেগুলি এখনও ঠিক করিনি৷ সুর মাথায় ঘুরছে৷ শিগগিরই সেগুলিকে শব্দে বেঁধে ফেলতে পারব। ’

বাপ্পী লাহিড়ী জানান, সুরদানের কাজ শেষ হলে শ্রেয়া ঘোষাল, অলকা এবং কবিতা কৃষ্ণমূর্তিকে দিয়ে গাওয়ানোর ইচ্ছে আছে৷ অবশ্য দু'-একজন পুরুষ কণ্ঠ দিয়ে অ্যালবামে গাওয়ানোর ইচ্ছা আছে৷ কিন্ত্ত তাঁদের নাম বাপ্পী লাহিড়ী জানাননি৷

বাপ্পীর কথা- সবটাই এখনও পরিকল্পনার মধ্যেই রয়েছে৷নতুন সরকারের আনন্দের ভাগ নিতে তিনি এখন দিল্লিতে৷ আছেন ফুরফুরে মেজাজে। দ্রুতই মুম্বাইয়ে নিজের বাড়ি ফিরবেন৷ তারপরই নতুন অ্যালবামের কাজে হাত দেবেন৷ তবে কবে থেকে এই অ্যালবামের কাজ শুরু হবে তার সঠিক দিনক্ষণ এখনও জানা যায়নি৷

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।