ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নাইটরা পাচ্ছেন সোনার আংটি, অনুষ্ঠানে পুলিশের লাঠিপেটা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, জুন ৩, ২০১৪
নাইটরা পাচ্ছেন সোনার আংটি, অনুষ্ঠানে পুলিশের লাঠিপেটা সংগৃহীত

কলকাতা: আইপিএল বিজয়ী কেকেআর এর সব সদস্যকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) এর পক্ষ থেকে সোনার আংটি, পোশাক এবং উত্তরীয় দেওয়া হচ্ছে। সঙ্গে থাকছে মিষ্টি।

মাঠে কাটা হবে বিশেষ কেক। হাজির ছিলেন পশ্চিমবাংলার প্রায় সমস্ত তারকারা।

তারকাখচিত এই অনুষ্ঠান দেখার জন্য এক চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হলো কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে।

মঙ্গলবার সকাল থেকেই অনেক মানুষ জড়ো হয়েছিলেন মাঠের বাইরে। এদের অনেকের কাছেই বিভিন্ন থানা থেকে বিতরণ করা টিকিট ছিল না।

ব্যাপক এই সমাগম ঠেকাতে একসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আর তার পরেই শুরু হয় লাঠিপেটা। এতে কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

এদিন উৎসাহী মানুষের জোয়ার ঠেকাতে কার্যত ঘাম ঝরাতে হলো কলকাতা পুলিশকে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ৩ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।