ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে প্রচারে নামছে আরএসএস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ৫, ২০১৪
অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে প্রচারে নামছে আরএসএস

কলকাতা: ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সুর চড়াল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ-আরএসএস।

সংগঠনটি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুর পাশাপাশি শরণার্থীদের স্বার্থরক্ষার বিষয়টি নিয়েও প্রচারণা চালাবে।



এর আগে রাজ্যে নির্বাচনি প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, অনুপ্রবেশ নিয়ে কড়া হবে বিজেপি সরকার। সেই বক্তব্য যে শুধু নির্বাচনি বক্তব্য নয়, সেটা আরএসএস এর কর্মসূচি থেকে পরিষ্কার।

কলকাতার আশপাশে সম্প্রতি আরএসএস এর বিভিন্ন শিক্ষা শিবিরে অনুপ্রবেশবিরোধী অভিযানের কথা প্রকাশ্যেই বলছেন আরএসএস এর নেতারা।

এর বাইরে এই শিক্ষা শিবির থেকে আরএসএস নেতারা স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্রের বসুর অন্তর্ধান রহস্যের যাবতীয় তথ্যও জনগণের সামনে আনার দাবি তুলছেন।

কলকাতার অদূরে উলুবেড়িয়ার তাঁতবেড়িয়া অঞ্চলে শিক্ষা শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে আরএসএস এর দক্ষিণবঙ্গের প্রচারপ্রমুখ জিষ্ণু বসু প্রকাশ্য সভায় বলেন, আরএসএস চায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর সমস্ত তথ্য যা ‘গোপন’ বলে এতদিন প্রকাশ করা হয়নি সেইসব তথ্য প্রকাশ করা হোক। শিক্ষা শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন আরএসএস এর সেবাপ্রমুখ ধনঞ্জয় ঘোষ।

তবে শুধু এই দুটি বিষয় নয়, বিভিন্ন সামাজিক বিষয় যেমন- সৌর বিদ্যুৎ, অজৈব সার, পরিবেশ দূষণ নিয়েও প্রচার করবে আরএসএস।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।