ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভায় কুরুক্ষেত্র প্রসঙ্গ

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুন ১০, ২০১৪
লোকসভায় কুরুক্ষেত্র প্রসঙ্গ

ঢাকা: সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে বসেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দল বিজেপি। স্বভাবতঃ একচেটিয়া জয়ের কারণে লোকসভা অধিবেশনও তাদের পুরো দখলে।



ভারতের ইতিহাসে এবারই কংগ্রেস সর্বকালীন রেকর্ড ভেঙ্গে খারাপ ফল করেছে। অধিবেশনও একপেশে হওয়ার সম্ভাবনাই বেশি। যে কারণে সংসদে বিরোধীদলীয় নেতার চেয়ারও থাকছে না।

ভারতে লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন। সংবিধান অনুয়ায়ী দরকার ১০ ভাগ হিসেবে ৫৪টি আসন। মোদী ম্যাজিকে কার্যত উড়ে যাওয়ায় কংগ্রেস নেতারা এখন কোণঠাসা।

মঙ্গলবার সংসদে বসে এমন হারকে উড়িয়ে দিলেন কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি সংসদে উঠিয়ে নিয়ে এলেন মহাভারত প্রসঙ্গ। কোণঠাসা থেকে উঠে আসার চেষ্টায় উদাহরণ হিসেবে তুলে ধরা হল মহাভারত, কুরুক্ষেত্র, পাণ্ডব, কৌরব ইতিহাস।

লোকসভায় কংগ্রেসের সংসদীয় নেতা মল্লিকার্জুন বললেন, আমরা লোকসভায় ৪৪ জনে নেমে গিয়েছি ঠিকই- কিন্তু পঞ্চপাণ্ডবরা সংখ্যায় কম হলেও কখনও ১০০ জনের কৌরবদের কাছে হার মানেনি।

কম যায় না বিজেপিও। লোকসভা নির্বাচনে সর্বকালীন খারাপ ফলাফলের জন্য কংগ্রেসকে নিয়ে রীতিমত সংসদে কৌতুকে মেতে ওঠেন বিজেপি নেতারা। লোকসভায় বিরোধী দল হিসেবে কংগ্রেসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

মঙ্গলবার বিজেপি সংসদ সদস্য রাজীব প্রতাপ রুডি বলেন, মাত্র চুয়াল্লিশটি আসনে জয়ী কংগ্রেস এবার আঞ্চলিক দলের পর্যায়ে নেমে গিয়েছে। দলের তরফে লোকসভায় কাউকে বিরোধী দলনেতা নির্বাচিত করার মতো পরিস্থিতিও নেই। সোনিয়া গান্ধীর উপস্থিতিতেই কার্যত কটাক্ষের সুরে বিজেপি নেতা মন্তব্য করেন, কংগ্রেস সভানেত্রী কোনও পরামর্শ দিলে অবশ্যই তা শোনা হবে।

তবে কংগ্রেস যেভাবে দেশ শাসন করেছে বিজেপি কখনই সেই পথে হাঁটবে না। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের ওপর এদিন আলোচনা হয় লোকসভায়। কিছুটা ঘুরিয়ে কটাক্ষের সুরে সোমবার বিজেপি নেতা রাজীবপ্রসাদ রুডি বলেছিলেন, কংগ্রেসের অবস্থা এতটাই খারাপ যে আমরা জানিনি কাদের সঙ্গে আমরা সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করব।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।