ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

'মহারাজের' রাজপাটের দিন ফুরাচ্ছে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
'মহারাজের' রাজপাটের দিন ফুরাচ্ছে! ছবি: প্রতীকী

কলকাতা: 'মহারাজের' রাজপাটের দিন শেষ কি আসন্ন! কেননা এখন আর রাজা রাজড়া নয়। হতে হবে আম আদমির মুখ।

এমনটাই চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এয়ার ইন্ডিয়ার ম্যাসকট মহারাজের পরিবর্তে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবে এমন মুখ ও পরিসেবা চাইছেন তিনি। এক কথায় এয়ার ইন্ডিয়াকে আরো বেশি করে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন অতীত দিনের মত অভিজাত তকমা ছেড়ে বেরিয়ে আসুক ভারতীয় বিমান সংস্থাটি। যাতে কম খরচে নিরাপদ সফরের পরিসেবার মাধ্যমেই সাধারণের মুখ হয়ে উঠতে পারবে এয়ার ইন্ডিয়া।

সোমবার বেসামরিক বিমানমন্ত্রী গজপতি রাজুকে একটি চিঠি দিয়ে ভারতীয় বিমান সংস্থার ঋণ জর্জরিত অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিমানের টিকিটের খরচ কমিয়ে ও উন্নত পরিসেবার মাধ্যমেই ভারতীয় বিমান সংস্থার পুনরুজ্জীবন সম্ভব বলে মনে করছেন তিনি।

একই সঙ্গে নতুন নীতি ও কর ব্যবস্থার সংস্কারের ফলে উদ্ভুত পরিস্থিতি থেকে বেরোনো সম্ভব তাতে বিশেষ মনোযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এছাড়াও সড়ক, বন্দর ও বাণিজ্যিক উদ্দেশ্যে বিমানবন্দরের সঙ্গে শহর প্রান্তের সংযোগ ও উন্নয়নের উপর জোর দিয়েছেন মোদী। পাশাপাশি তিনি সিসিটিভিকে শুধুমাত্র নিরাপত্তার জন্য ব্যবহার না করে বিমানবন্দরে পরিচ্ছন্নতা বজায় রাখার কাজেও ব্যবহারে গুরুত্ব দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।