ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মধুচন্দ্রিমার নয় মোদীর একমাস

প্রসেঞ্জিত দাশগুপ্ত, নয়াদিল্লী থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
মধুচন্দ্রিমার নয় মোদীর একমাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লী: ঠিক এক মাস আগে পথচলা শুরু হয় ভারতের কেন্দ্রীয় মোদী সরকারের। এক মাস পরে ত্রিশটি দিনের কথা স্মরণ করে আবেগে ভাসলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দামোদরদাস মোদী।

লিখলেন ব্লগও। তার 'ব্লগ'এর পাতায় পাওয়া গেল গত এক মাসের রোমাঞ্চকর অনুভব ও তার আবেগপূর্ণ বয়ান।
 
মোদী লিখেছেন, ভারতের নতুন কেন্দ্র সরকার তার এক মাসের পথচলা সম্পূর্ণ করলো। এই চলার পথে দেশবাসীর যে ভালোবাসা, উত্সাহ ও অনুপ্রেরণা পেয়েছেন তার জন্য তিনি গর্বিত, অভিভূত ও আবেগাপ্লুত।

মোদী বলেন, গত ৬৭ বছরের ইতিহাসের তুলনায় হয়তো বিজেপি সরকারের এই এক মাস কিছুই নয়, কিন্ত গত এক মাসে মন্ত্রিসভা যেভাবে দেশের ও দশের মঙ্গলার্থে কঠিন পরিশ্রম করেছে তাকে সাধুবাদ জানানোও কম মনে হয়। প্রতিটি পদক্ষেপে দেশবাসীর কথা চিন্তাই তাদের কাজের অনুপ্রেরণা, বলেন মোদী।
 
তিনি জানান, গত এক মাসে তিনি অনেক কিছু শিখেছেন, ঠেকেছেন ও সিদ্ধান্ত্ নিতে শিখেছেন। বহু সাংসদ, প্রধানমন্ত্রী দপ্তরের কর্মচারী, মন্ত্রীসভার সদস্য ও সর্বপরি আপমর জনসাধারণের কাছ থেকেও প্রতি মুহূর্তে হয়েছেন সমৃদ্ধ।

গত এক মাসে বহু রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, নেতাও সরকারী কর্মীদের সাথে মোলাকাতের কথাও মোদী জানান| সবার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি| দেশের স্বার্থে সকলের সাহায্য নিয়ে চলার কথা বলেন নরেন্দ্র মোদী|
 
২৬ জুনের সূত্র ধরে মোদী জানান, ১৯৭৫ এর ২৬জুন'ও তিনি ভুলতে পারেননি আজও, যখন তার তরুণ বয়সে দেশব্যাপী 'জরুরি অবস্থার'র প্রভাবও দেখেছিলেন তিনি| 'সেই সময়'কে মাথায় রেখেই তিনি দেশের কাজে আরও এগিয়ে যেতে চান উন্নতি ও সমৃদ্ধির পথে।

মোদী জানান, বহু মিডিয়ার বন্ধুদের কাছে শোনা, দেশের প্রতিটি রাজনৈতিক দলের সরকারের একটি 'হানিমুন পেরিয়ড' থাকে যাতে তারা তাদের অর্জিত ক্ষমতা প্রদর্শনে চূড়ান্ত আড়ম্বরে মেতে থাকেন।

এ প্রসঙ্গে অবশ্য পূর্ববর্তী কংগ্রেস সরকারকেও কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। একই সাথে জানান, দেশের নতুন সরকার কোনদিন এই ধরনের আড়ম্বরের মধ্যে দিন কাটাবেনা, বরং যবে দেশের ও দশের উন্নতি ও সমৃদ্ধি ঘটাতে সক্ষম হবেন তারা সেদিনই তাদের আসল 'মধুচন্দ্রিমা' যাপন করবেন।
 
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসী ও দেশমাতৃকার উদ্দ্যেশে নিজের কৃতজ্ঞতা ও সম্মান জানান ও দেশবাসিকে সরকারের পাশে এসে দাঁড়াবার অনুরোধও করেন।

বাংলাদেশ সময় ২১৫১ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।