ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ১ দশকের শুষ্কতম মাস জুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, জুন ২৯, ২০১৪
ভারতে ১ দশকের শুষ্কতম মাস জুন

ঢাকা: এখন বর্ষাঋতু। এই মধ্য আষাঢ়ে রোজ ঝমঝম করে বৃষ্টি নামবে এটাই স্বাভাবিক।

কিন্তু প্রতিবেশী দেশ ভারতের অবস্থা একেবারে উল্টো। গত ১০ বছরে ভারতের সবচেয়ে শুষ্কতম অর্থাৎ কম বৃষ্টিপাতের মাস হয়ে উঠেছে জুন।

শুক্রবার আবহাওয়া পূর্বাভাসের দৈনিক খবরে বেসরকারি আবহাওয়া পূর্বাভাসকারী স্কাইমেট জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত ভারতে স্বাভাবিকের তুলনায় শতকরা ৪১ ভাগ কম বৃষ্টিপাত এর রেকর্ড ধারণ করা হয়েছে।

তবে পশ্চিম ও কেন্দ্রীয় ভারতের অনেক অংশের উপর দিয়ে মন্থর গতিতে মৌসুমী বায়ু বয়ে যাচ্ছিল।

স্কাইমেট জানায়, চলতি জুন মাসটি ভারতের বর্তমান দশকের সবচেয়ে শুষ্কতম মাস।   

ভারতের মেটিওরোলজিক্যাল বিভাগের মতে, ৩৬টি মেটিওরোলজিক্যাল উপবিভাগের মধ্যে এ মাসের বৃষ্টিপাতে ৫টি অপর্যাপ্ত, ৬টি স্বাভাবিক, ১১টি ত্রুটিযুক্ত এবং অতি অল্প ১৪টি উপবিভাগ ছিল।



সরকারি আবহাওয়াবিদরা অবশ্য আগামী ৬ জুলাই থেকে মৌসুমী বায়ু পুনরাবির্ভাবের আশা দেখছেন। পাশাপাশি এল নিনোর ভয়ও থাকছে, যেটি দক্ষিণপশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বিপর্যয়ের সতর্ক বার্তা দিচ্ছে।      

প্রকৃতপক্ষে, জুন মাসে ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দীর্ঘ অনুপস্থিতি ও স্বল্প বুষ্টিপাতের বিরূপ প্রভাব দেখা দিচ্ছে।  

কৃষি বিভাগের তথ্য বলছে, ২৭ জুন পর্যন্ত খারিপ শস্যের আবাদ দেখা গেছে ১৩.১৫ মিলিয়ন হেক্টর, যা গত বছরের তুলনায় শতকরা ৩৪.৫৫ ভাগ কম।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৯ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।