ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গাজা হামলার ঘটনায় কলকাতায় প্রতিবাদ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, জুলাই ১৭, ২০১৪
গাজা হামলার ঘটনায় কলকাতায় প্রতিবাদ সভা

কলকাতা: গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলার প্রতিবাদে সভা করেছেন কলকাতার সাধারণ মানুষ।

অল ইন্ডিয়া ইমপিরিয়ালিস্ট ফোরাম-এর উদ্যোগে মধ্য কলকাতার কলুটোলায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।



এই প্রতিবাদ সভায় বক্তারা গাজা ভূখণ্ডের উপর ইজরায়েলের হামলার বিরুদ্ধে সরব হন।

তারা বলেন, নিরীহ মানুষের উপর এই হামলা বর্বরোচিত। অবিলম্বে নিরীহ মানুষদের ওপর এই সামরিক মামলা বন্ধ করতে হবে।

প্রতিবাদ সভায় ইজরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে ভারত সরকারের প্রতি দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।