ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দেশে প্রাণ সংশয়ের জন্য ভারতে পালান নূর হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, জুলাই ২১, ২০১৪
দেশে প্রাণ সংশয়ের জন্য ভারতে পালান নূর হোসেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: আদালতে প্রবেশের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা থকে গ্রেপ্তার হওয়া অপরাধী নূর হোসেন। তিনি বলেন বাংলাদেশে প্রাণসংশয় থাকায় ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন তিনি।



পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে হাজির করা হলে সাংবাদিকদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন নারায়ণগঞ্জ ‘সেভেন মার্ডার’-এর অন্যতম আসামি নূর হোসেন।

বারাসাত আদালতে প্রবেশ করার মুখে বাংলানিউজের তরফে তাকে তার অাইনজীবী না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশ থেকে তার নিজের লোকজন আসলে তবেই তিনি আইনি সাহায্য নেবেন।

নিজেকে নির্দোষ বলে দাবি করে বলেন, চার্জশিট দেবার আগে বাংলাদেশে তার জমি এবং ব্যাংকের হিসাব খতিয়ে দেখা হোক। তাতেই প্রমাণ হয়ে যাবে তিনি অসাধু ব্যক্তি কিনা।

বাংলাদেশ সময় দুপুর দুটায় তাকে আদালতে হাজির করা হয়। গোটা আদালতে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ২১ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।