ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর প্রশংসায় পঞ্চমুখ কেরি

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি,করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪
মোদীর প্রশংসায় পঞ্চমুখ কেরি নরেন্দ্র মোদী ও জন কেরি

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় মাতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব জন কেরি।

নয়াদিল্লিতে আসন্ন পঞ্চম বার্ষিক ইন্দো-আমেরিকান স্ট্যাটেজিক বৈঠকে অংশগ্রহণের আগে বুধবার ওয়াশিংটনে একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন কেরি।



উচ্ছসিত কণ্ঠে মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’কে সমর্থন করে এর ভূয়সী প্রশংসা করেন।  
 
মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখনি সেখানে হিন্দু-মুসলিম দাঙ্গা হয়। এর পর থেকেই ‘দাঙ্গাবাজ’ মোদীর প্রবেশাধিকার নিষিদ্ধ করার কথা ভেবেছিলো মার্কিন সরকার। তখন জন কেরিও মোদির ইতিহাস নিয়ে ছিলেন যথেষ্ঠ সন্ধিহান।

এরপর গড়িয়েছে বহু জল। দশ বছরের ইউপিএ সরকারকে বিদায় দিয়ে দিল্লির মসনদের দখল নিয়েছে মোদি সরকার। সেই ‘মোদি ম্যাজিকে’র প্রভাব কালক্রমে ছাড়িয়েছে দেশের গন্ডি।

তাই কেরির ‘মোদী প্রশংসা’ নিয়ে আজ রাজধানীর রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।
 
ওয়াশিংটনে এক শীর্ষস্থানীয় বৈঠকে ভারতসফর প্রসঙ্গে কেরি জানান, ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে নবনির্বাচিত মোদি সরকারের ‘সবকা সাত, সবকা বিকাশ’ সত্যিই যুগান্তকারী ও দূরদৃষ্টির পরিচয় বহন করে।

‘মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এ ধরনের প্রগতিশীল ধ্যানধারণার অনুগামী ও ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির নিরিখে ভারত-মার্কিন সম্পর্কে সমস্ত ধরনের সহযোগিতা ও দেশিয় অর্থনীতির উন্নয়ন প্রকল্পের পাশে দাঁড়ানোর পক্ষপাতি। ’

কেরি বলেন, শুধুই অর্থনৈতিক পরিকাঠামোর শুদ্ধিকরণ নয়, ভারতের সঙ্গে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদানেও বিশেষভাবে উত্সাহী আমেরিকা।

কেরি উদাহরণ দিয়ে বলেন, প্রতি বছর প্রায় লক্ষাধিক ভারতীয় ছাত্র মার্কিন মুল্লুকে শিক্ষা অর্জন করতে যায়। একইসঙ্গে ভারতীয় বাজার অর্থনীতির আমূল পরিবর্তন আনতে ও সুসম্পর্ক বজায় রাখতে তত্পর হবে আমেরিকা। এজন্য ভারতে বেসরকারিকরণে মার্কিনি উৎসাহ ও বিনিয়োগ অব্যাহত থাকবে।

তিনি বলেন, পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে যেমন মোদী সরকারের ‘মূলমন্ত্র’ বাস্তবে পরিণত হবে, তেমনি মজবুত হবে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ভিত্তি।
 
নয়াদিল্লিতে আসন্ন পঞ্চম বার্ষিক ইন্দো-আমেরিকান স্ট্যাটেজিক সম্মেলনে কেরির সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী সুসমা স্বরাজ। এছাড়াও এ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন কেরি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।