ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় এনসেফেলাইটিসের থাবায় একজনের প্রাণহানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪
কলকাতায় এনসেফেলাইটিসের থাবায় একজনের প্রাণহানি

কলকাতা: উত্তরবঙ্গের জেলাগুলোর পর এবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হানা দিল জাপানিজ এনসেফেলাইটিস। এই রোগের আক্রমণে কলকাতায় প্রান্তিক নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।



গত শুক্রবার জাপানিজ এনসেফেলাইটিসের বিভিন্ন উপসর্গ নিয়ে কলকাতার চিত্তরঞ্জন হাপাতালে ভর্তি করা হয় ওই শিশুটিকে।

হাসপাতালেই চিকিৎসাধীন ওই শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবাও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কলকাতায়। যদিও স্বাস্থ্য দপ্তর এই বিষয়টিকে যথেষ্ঠ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
তবুও শহর কলকাতায় এই মরণব্যাধির ফলে মৃত্যুর ঘটনায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে।

২০০৮, ২০১২ এবং ২০১৩ সালেও কলকাতায় জাপানিজ এনসেফেলাইটিসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল। তবে সেই সময় এই রোগ ভয়াবহ রূপ নেয়নি।

অন্যদিকে কলকাতা লাগোয়া হাওড়া জেলায় এই ভাইরাসের বাহক শুকর ধরার কাজ চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।