ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় কবিতাকারে প্রকাশিত হলো রবিঠাকুরের গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
কলকাতায় কবিতাকারে প্রকাশিত হলো রবিঠাকুরের গান

কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৫৩টি গানকে কবিতার আকারে বাংলা এবং ইংরেজি ভাষায় একটি বইয়ের মাধ্যমে প্রকাশ করলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী স্বাগতালক্ষী দাসগুপ্ত।

কলকাতার 'কোয়েস্ট' শপিং মলের ‘স্টার মার্ক’ পুস্তক বিপণিতে এই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।

কবিতার সঙ্গে আছে স্বাগতালক্ষী দাসগুপ্তের আঁকা সাদা-কালো কিছু ছবি।

এই বইটির নামকরণ করা হয়েছে ‘গ্যালাক্সি’। কবিগুরুর গান নিয়ে এই ধরনের প্রয়াস এই প্রথম বলে দাবি করেছেন শিল্পী। তিনি আসা প্রকাশ করেন এই বই বাংলা এবং ইংরেজি রবীন্দ্রপ্রেমী পাঠক মহলের কাছে সমাদৃত হবে।

বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন কবি জয় গোস্বামী, সঙ্গীত শিল্পী শ্রীকান্ত  আচার্য, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল প্রমুখ বিশিষ্ট গুণিজনেরা।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।