ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আহত জওয়ানদের হাতে বোনের রাখি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
আহত জওয়ানদের হাতে বোনের রাখি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: রাখিবন্ধন উৎসবের দিনে নজির সৃষ্টি করলো শহর কলকাতা। দেশের নিরাপত্তায় প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত আহত সেনা সদস্যদের হাতে রাখি পরালেন কলকাতার ‘অল ইন্ডিয়া মারোয়াড়ী মহিলা সমিতি’ এর সদস্যরা।



সম্পাদিকা শ্রীমতী অলকা বাঙ্গুরের নেতৃত্বে সংগঠনের সদস্যরা রোববার কলকাতার ‘কম্যান্ড হাসপাতাল’ এ চিকিৎসাধীন সেনাবাহিনীর সদস্যদের হাতে রাখি পড়িয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সুস্থতা কামনা করেন।

এ সময় সমিতির সদস্যরা সেখানে উপস্থিত সেনাবাহিনীর অন্যান্য সদস্যদের হাতেও রাখি পড়িয়ে দেন।

এ সময় ‘কম্যান্ড হাসপাতাল’ এর প্রধান মেজর জেনারেল দীপক কারলা রাখিবন্ধনের এমন আয়োজনের জন্য ‘অল ইন্ডিয়া মারোয়াড়ী মহিলা সমিতি’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।