ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইবোলো’র জন্য কলকাতায় আইসোলেশন ওয়ার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
ইবোলো’র জন্য কলকাতায় আইসোলেশন ওয়ার্ড ছবি: সংগৃহীত

কলকাতা: প্রাণঘাতী ইবোলো ভাইরাস নিয়ে ভারতের সবক’টি রাজ্যকে সতর্ক করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা হাতে পৌঁছাতেই ইবোলো মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে পশ্চিমবঙ্গ সরকার।



যদিও সোমবার সকাল পর্যন্ত ভারতে ইবোলো আক্রান্তের কোনো নির্দিষ্ট খবর নেই। তবে চেন্নাইতে ইবোলোর লক্ষণ নিয়ে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে খবর পাওয়া গেছে। তবে তাকে  পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ সরকার বেলেঘাটা আইডি হাসপাতালে ৮ শয্যার ‘আইসোলেশন ওয়ার্ড’ তৈরি করে রেখেছে। যেটি শুধু ইবোলো আক্রান্ত কোনো রোগী এলেই ভর্তি করা হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও শিলিগুড়ি জেলা হাসপাতালে ৪ শয্যার ‘আইসোলেশন ওয়ার্ড’ খোলারও চিন্তা-ভাবনা শুরু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মেনে ইবোলো মোকাবিলায় বিশেষ নজরদারি শুরু হয়েছে কলকাতা ও বাগডোররা বিমানবন্দরেও। তবে বিমানবন্দর সূত্রে জানা যায়, আফ্রিকার ইবোলো আক্রান্ত গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিয়ন ও নাইজিরিয়া থকে এখন কোনো যাত্রী কলকাতা বা বাগডোররা বিমানবন্দরে এসে পৌঁছান নি।

তবে নজরদারি ব্যবস্থা রয়েছে তুঙ্গে। এর ফলে কোনো কোনো ক্ষেত্রে যাত্রীদের সামান্য দারী হচ্ছে বলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২১ দিনে ওই চার দেশের কোথাও ছিলেন, এমন যাত্রীদের চিহ্নিত করতে পারলে সঙ্গে সঙ্গে তাদের অন্য যাত্রীদের থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্মকর্তারা।

বিমানবন্দরের মেডিকেল টিম ওই যাত্রীদের আলাদা স্বাস্থ্য পরীক্ষাও করবে। ইবোলো সংক্রমণের বিন্দুমাত্র সন্দেহ হলে তৎক্ষণাৎ তাদের হাসপাতালে ভর্তি করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।