ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজিবি ও বিএসএফ এর মৈত্রী বাস্কেট বল ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪
বিজিবি ও বিএসএফ এর মৈত্রী বাস্কেট বল ম্যাচ

কলকাতা: বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মৈত্রী বাস্কেট বল ম্যাচের আয়োজন করেছে বিএসএফ’র দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার।

রোববার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এ ম্যাচের আয়োজন করা হয়।



এই মৈত্রী বাস্কেট বল ম্যাচের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী মনিষ গুপ্ত, বিএসএফ’র  ডাইরেক্টর জেনারেল বি ডি শর্মা, মহাপরিদর্শক রজনী কান্ত মিশ্রসহ আরও অনেকে।

সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের সীমান্ত সুরক্ষা কর্মীদের মধ্যে মৈত্রীর সম্পর্ক বাড়ানোর জন্য এই ম্যাচের আয়োজন করা হয়েছে।



কলকাতায় এর আগে দুই দেশের সীমান্ত সুরক্ষা কর্মীদের মধ্যে ভলিবল খেলার আয়োজন করা হয়। তবে এই প্রথম বাস্কেট বল খেলার আয়োজন করা হয়েছে, বলে তারা জানান।

ঢাকাতেও বিএসএফ’র একটি দল গিয়ে খেলে এসেছেন বলে জানান বিএসএফ কর্তারা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের ফলে দুই দেশের সীমান্ত সুরক্ষা কর্মীদের মধ্যে মৈত্রীর সম্পর্ক গড়ে উঠবে।


বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।