ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ২০০০ রুপিতে স্মার্টফোন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
ভারতে ২০০০ রুপিতে স্মার্টফোন ছবি: সংগৃহীত

কলকাতা: একটি স্মার্টফোন কিনতে গিয়ে পকেট হালকা হওয়ার দিন শেষ। আর কিছুদিনের মধ্যেই কলকাতার বাজারে আসছে মাত্র দুই হাজার রুপির স্মার্টফোন।

সঙ্গে থাকছে আজীবন বিনামূল্যে ইন্টারনেট সেবা।

 স্মার্টফোনটি বাজারে নিয়ে আসছে ভারতীয় সংস্থা ডেটা উইন্ড।

সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লের নতুন এ স্মার্টফোনে ‘অ্যানড্রয়েড অপারেশন’ কাজ করবে। পরিসেবার বিষয়ে বেশ কয়েকটি মোবাইল অপারেটর সংস্থার সঙ্গে কথা হয়েছে ডেটা উইন্ডের। দিওয়ালির আগেই ফোনটি বাজারে আনতে চলেছে ভারতীয় এই কোম্পানিটি।

ডেটা উইন্ডের স্মার্টফোন ও ট্যাব ভারতের বাজারে বেশ জনপ্রিয়।

কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রুপিন্দর সিং জানান, নতুন এই স্মার্ট ফোন বাজারে এলে অতি অল্প দামে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।