ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের জেরা করবে সিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
ভারতের কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের জেরা করবে সিবিআই

কলকাতা: ভারতের অন্যতম অর্থনৈতিক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’র ১৫ কর্মকর্তাকে আগেই তাদের তদন্তের আওতায় এনেছেন; পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি সারদা কাণ্ডে তদন্তকারী, ভারতীয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) গোয়েন্দারা।

এবার সিবিআই তদন্তের আওতায় আসতে চলেছেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংকের (আরবিআই) বেশ কয়েক জন কর্মকর্তা।



সূত্রের খবর, প্রাথমিকভাবে বেশ কিছু তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পেতেই এই কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে সিবিআই।

গোয়েন্দারা এই কথা-বার্তার মাধ্যমে বোঝার চেষ্টা করবেন কী কী সুযোগ/সুবিধা ব্যবহার করে আইনের চোখকে ফাঁকি দিয়েছিলেন প্রতারকরা।

ইতোমধ্যেই আদালতের কাছে ২৫ পাতার প্রথম অভিযোগপত্রটি দাখিল করেছে সিবিআই। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় দফার অভিযোগ পত্রটি দায়ের করা হবে।

তাতে কোনো রাজনৈতিক প্রভাবশালীর নাম থাকে কি-না এই প্রশ্ন এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

** সারদা কাণ্ডে অভিযোগপত্র দাখিল সিবিআই’র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।