ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কালো টাকা উদ্ধার চায় সিপিএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৪
কালো টাকা উদ্ধার চায় সিপিএম

কলকাতা: বিদেশের ব্যাংকে ‘কালো টাকা’ উদ্ধার নিয়ে যখন গোটা ভারত উত্তাল, ঠিক তখনই পশ্চিমবঙ্গের বিরোধী দলের  নেতা সিপিএম-এর পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র।

তিনি বলেন, বিদেশের ‘কালো টাকা’র সঙ্গে সঙ্গে দেশে গচ্ছিত রাখা অর্থ উদ্ধার করতে সচেষ্ট হোক ভারত সরকার।


এক জনসভায় সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গসহ দেশের অন্যান্য রাজ্যে সারদা’র মতো চিট ফান্ড কেলেঙ্কারি থেকে যাদের কাছে ‘কালো টাকা’ গেছে, তা ফেরতের ব্যবস্থা করা হোক।

এর আগে বিদেশের ব্যাংকে রাখা টাকার মালিকদের নাম প্রকাশের ক্ষেত্রে আইনি জটিলতার কথা জানায় দেশটির সরকার। যদিও ভারতের সুপ্রিম কোর্টের আদেশে কয়েকজনের নামের তালিকা জমা দেওযা হয়েছে।

আগামী কলকাতা সিটি নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলরদের সম্পত্তির হিসাব দেওয়ারও দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।