ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মালদা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
মালদা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার, আটক ২

কলকাতা: পশ্চিমবঙ্গের মালদা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

তারা মালদা জেলারই বাসিন্দা বলে বিএসএফ জানিয়েছে।

উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ১০ লাখ রুপি। বুধবার (০৫ নভেম্বর) এ অর্থ উদ্ধার করা হয়।

বিএসএফ জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে অর্থ পাচার করা হচ্ছে এমন একটি গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এ অর্থ উদ্ধার করা হয়েছে।

বুধবারই আটকদের মালদা জেলা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে একটি মামালা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টনিয়ারের পক্ষে ইনসপেক্টর জেনারেল বাংলানিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।