কলকাতা: অভিনব ডাকাতির ঘটনা ঘটেছে কলকাতায়। ডাকাতি হয়েছে কলকাতার ৩টি স্কুলে, তাও আবার পরপর।
শুক্রবার (২১ নভেম্বর) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে দক্ষিণ কলকাতার বাঘাযতীন অঞ্চলে কাছাকাছি ৩টি বিদ্যালয়য়ে একদিনে ডাকাতি হয়েছে।
এটি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ডাকাতি হওয়া ৩টি স্কুলে লুট হয়েছে- ভর্তি ফি, স্কুল ফান্ডের জমানো সব অর্থ। লণ্ডভণ্ড করা হয়েছে বেঞ্চ, আসবাবপত্র, আলমারি এবং জরুরি সব কাগজপত্র।
জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) রাতে স্কুলের গেট এবং ভেতরের দরজা ভেঙে প্রবেশ করে ডাকাত দল। চার সশস্ত্র দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
বাঘাযতীন গার্লস স্কুলে ঢোকার মুখে রক্ষী ও তার স্ত্রীকে বেঁধে রাখে তারা। এ ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। অনেকেই পুলিশি নিস্কৃয়তার অভিযোগও তুলছেন।
পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরুর কথা বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪