ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আক্রমণই মমতার ‘ঢাল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
আক্রমণই মমতার ‘ঢাল’ মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: সারদা কাণ্ডে দলের দুই সাংসদ জেলে। জেরার মুখে দুই মন্ত্রীসহ আরও অনেকে।

এই পরিস্থিতিতে একেবারে ‘ব্যাকফুটে’ তৃণমূল কংগ্রেস।

আর এ সময়ে আক্রমণকেই ‘ঢাল’ হিসেবে ব্যবহার করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস।

কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু ইনডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক বৈঠকে  তৃণমূল কংগ্রেস নেতা তথা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে।

অবস্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উপস্থিত ছিলেন। বৈঠকে প্রবেশের আগে সংবাদমাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিবিআই চালাচ্ছেন না।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর নাম উল্লেখ করে মমতা বলেন, অমিত শাহ সিবিআই চালাচ্ছেন!

অনুপ্রবেশকারী প্রসঙ্গ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী নির্বাচনের আগে বাংলায় এসে বললেন, বাংলাদেশি তাড়াবো। আমি বলেছিলাম, আপনাকে গ্রেফতার করবো। উনারা শরণার্থী ব্যপারটাই জানেন না!

গত শুক্রবার (২২ নভেম্বর) তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সৃঞ্জয় বসুর গ্রেফতারের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  আমি নেহেরুজির অনুষ্ঠানে গিয়েছিলাম। তাই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে অস্থির রাজনীতির সৃষ্টি হয়েছে। সারা দেশে দাঙ্গা লাগানো হচ্ছে!

তবে কোনো সুনির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি মমতা।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।