ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বন্ধুর সঙ্গে কথা বলায় মেয়ের জিভ কাটলেন বাবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
বন্ধুর সঙ্গে কথা বলায় মেয়ের জিভ কাটলেন বাবা

কলকাতা: মোবাইল ফোনে বন্ধুর সঙ্গে কথা বলায় বাবা তার কিশোরী মেয়ের জিভ কেটে খুনের চেষ্টা চালিয়েছে বলে  অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার অঞ্চলে এ ঘটনা ঘটে।



পুলিশ জানিয়েছে, মেয়েটি তার ছেলেবন্ধুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। এই ‘অপরাধে’ তার বাবা জিভ কেটে মেয়েটিকে হত্যার চেষ্টা চালায়।

এলাকাবাসী কিশোরীকে ধান ক্ষেতের মধ্যে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ও পুলিশে খবর দেয়।

আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কিশোরীর বাবা পলাতক। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।