ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্বাচনী সহিংসতা নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১১

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে সংহিসতা নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন (ইসি)। রোববার এই উদ্বেগের কথা জানায় তারা।



এদিন ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার সকালে দুই ফায় ভিডিও কনফারেন্স করা হয় অনলাইন মনিটরিংয়ের ওপর। এই কনফারেন্সে মূলত আলোচনা হয়েছে কীভাবে অনলাইনে এবং মোবাইল প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিটি বুথে নজরদারি চালানো হবে তা নিয়ে। এছাড়া ও বৈদ্যুতিক ভোট যন্ত্রের যে ১২টি পর্যায় রয়েছে সেসব নিয়েও বিশদভাবে আলোচনা হয়।

আরো জানানো হয়েছে, সম্প্রতি বারাকপুরে সিপিএমের কমিশনার খুনের ঘটনা তদন্তের জন্য বিশেষ টিম পাঠানো হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, গত এক মাসে উদ্ধার হয়েছে এক হাজার ২৫০টি বেআইনি অস্ত্র, দুই হাজার ২২১টি গুলি, সাত হাজার ১২৪টি বোমা, ৫২২ কিলোগ্রাম বিস্ফোরক পদার্থ, জিলোটিন স্টিক ৪৯৩ টি।

এ সময়ের মধ্যে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ২৯ হাজার ৯৮০টি ও গত একমাসে সংহিসতার ঘটনা ঘটেছে ৯৪টি। এর মধ্যে নিহত তিন ও আহত ১২১ জন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।