ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে পালিত হচ্ছে সংবিধান প্রণেতা ড.আম্বেদকরের জন্মদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
ভারতে পালিত হচ্ছে সংবিধান প্রণেতা ড.আম্বেদকরের জন্মদিন

কলকাতা: পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে ১৪ এপ্রিল পালিত হচ্ছে ভারতের সংবিধানের প্রণেতা ড. বি আর আম্বেদকর-এর ১২৫ তম জন্মবার্ষিকী।

এই উপলক্ষে প্রতি বছরের মতই ভারতে এই দিন জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।



১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধানকে গ্রহণ করা হয়। এই সংবিধানের মূল প্রণেতা ছিলেন ড. বি আর আম্বেদকর।

পশ্চিমবঙ্গ সহ ভারতের সবকটি রাজ্যে বিভিন্ন সরকারি অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে পালন করা হচ্ছে।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় তার প্রতি শ্রদ্ধা জানান। তিনি জানান ড. বি আর আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের প্রধান রূপকার। তিনি এই মহান দিনে তাকে প্রণাম জানাচ্ছেন।

ভারতের প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকায় তিনিও তার টুইট বার্তার মাধ্যমে ড. বি আর আম্বেদকর-এর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন। নরেন্দ্র মোদী ভারতরত্ন ড.আম্বেদকরকে ‘যুগ পুরুষ’ হিসেবে বর্ণনা করে বলেছেন তিনি কোটি কোটি ভারতী‘র হৃদয়ে অবস্থান করছেন।

পশ্চিমবঙ্গের সরকারি অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তরফে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা,১৪ এপ্রিল , ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।