ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ‘মুজিবনগর দিবস’ পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
কলকাতায় ‘মুজিবনগর দিবস’ পালিত

কলকাতা: নানা আয়োজনের মধ্যদিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন দফতরে পালিত হচ্ছে ‘মুজিবনগর দিবস’।

শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ হাইকমিশনার জকি আহাদ।



মুজিবনগর দিবসের গুরুত্ব বর্ণনা করে জকি আহাদ বলেন, ১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা আম্রকাননে বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার শপথ নেয়।

এদিনই কলকাতাসহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস এবং উপ দূতাবাসগুলো স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতি তাদের আনুগত্য জানায়।

জকি আহাদ আরো বলেন, পাকিস্তানের নজরদারি থাকায় প্রকাশ্যে কাজের ক্ষেত্রে অনেক বাধা ছিল। এ কারণে কলকাতার আট নম্বর শেক্সপিয়র সরণির অরবিন্দ ভবন থেকে গোপনে কাজ পরিচালনা করতো বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার।

পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান উপ হাইকমিশনার।

‘মুজিবনগর’ দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে কলকাতার অরবিন্দ ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
ভিএস/এসএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।