ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার বাজারে ‘নকল’ ইলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
কলকাতার বাজারে ‘নকল’ ইলিশ ছবি : সংগৃহীত

কলকাতা: বর্ষার শুরুতে কলকাতার বাজারে ইলিশের চাহিদা তুঙ্গে। তবে সে অনুযায়ী ইলিশের সরবরাহ বাজারে নেই।

তাই দামে বেশ চড়া।

চাহিদার কারণে কলকাতার বাজারে ‘তিস্তার ইলিশ’ বলে এসব মাছ বিক্রি করছেন ক্রেতারা। যদিও তিস্তার ভারতীয় অংশে এখন আর ইলিশের দেখা মিলে না।

কলকাতা নগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্রই পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বাজারে যে সব ইলিশ পাওয়া যাচ্ছে এর বেশির ভাগই ওজনে এক কেজির কম। বড় আকারের ইলিশ এখনও বাজারে পাওয়া যায়নি।

এদিকে কলকাতার বেশ কিছু বাজারে ‘তিস্তার ইলিশ’ বলে দেদারছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। মাঝারি মাপের এই ইলিশ কোথাও কিলো প্রতি ৮০০ রুপি আবার কোথাও হাজার রুপি করে বিক্রি করছেন বিক্রেতারা।

তবে ওই মাছ বাংলাদেশের ইলিশ নয় বলে স্বীকার করে নিয়েছেন বিক্রেতারা।

এদিকে তিস্তার জলে প্রচুর ইলিশ ধরা পড়ছে-খবরে বুধবার (২৪ জুন) সকালে কলকাতার বাজারগুলোতে ইলিশের দাম পড়ে যায়। যদিও সেখানে ইলিশ ধরার বিষয়টির কোনো সত্যতা পাওয়া যায়নি।

রাজ্যের মৎস্য অধিদপ্তর জানায়, ১৯৬৮ সালের পর তিস্তার ভারতীয় অংশে তেমন ইলিশ পাওয়া যায়নি। ১৯৮৭ সালের পর থেকে একেবারেই এ ‍মাছ পাওয়া যায়নি।

তবে ইলিশের মতো দেখতে জালে ধরা পড়া মাছগুলো কী? এমন প্রশ্নের উত্তরে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন,  ইলিশের মতো দেখতে মাছগুলো আসলে ‘টোলি’। এদের আকার-আকৃতি ইলিশের খুবই কাছাকাছি। ফলে অনেকেই একে ইলিশ বলে ভুল করেন।

এদিকে বাজার ঘুরে দেখা যায়, কলকাতার কিছু দোকানি তাদের বিক্রি করা ইলিশকে বাংলাদেশের ইলিশ বলে দাবি করেছেন।

তাদের দাবি, চোরাই পথে বাংলাদেশের ইলিশ ভারতে প্রবেশ করছে। আর সেসব মাছই তারা বিক্রি করছেন।

তবে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ২৪,২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।