কলকাতা: এবার থেকে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করতে আগ্রহীদের জন্য আর জমি খুঁজে দেবে না রাজ্য সরকার। নিজ উদ্যোগেই তাদের বাজার থেকে জমি কিনে নিতে হবে।
এ রকম নীতি রেখেই সরকারের কাছে একটি প্রতিবেদন পেশ করেছে রাজ্যের জমি নীতি নির্ধারণ কমিটি।
নয়া সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন সদস্যসের একটি কমিটি গঠন করে এ বিষয়ে। কমিটির প্রধান হয়েছেন রাজ্যের সাবেক আমলা দেবব্রত ব্যানার্জি।
বুধবার কমিটি মুখ্যমন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন পেশ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকার এবার থেকে আর শিল্পের জন্য জমি অধিগ্রহণ করে দেবে না। ২৪ একরের বেশি জমি সরকারের অনুমতি ছাড়াই কৃষকদের কাছ থেকে সরাসরি কিনতে পারবেন শিল্পপ্রতিষ্ঠানগুলো।
আরও বলা হয়েছে, ক্ষুদ্র কৃষক ও আদিবাসীদের স্বার্থ রক্ষা করেই এই জমি কিনতে হবে। জমি কেনার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে এক ফসলি জমিকে। তিন বার ফসল হয় এমন জমি কখনই কেনা যাবে না।
এছাড়াও জমিতে কী সার ব্যবহার করতে হবে বা কী কীটনাশক প্রয়োগ করতে হবে তা পরীক্ষা করা হবে। জমির উর্বরতা বৃদ্ধি ও কৃষি উপযোগী করে তুলতে এই পদ্ধতি কাজে লাগানো হবে।
জমি কেনার ক্ষেত্রে দালাল চক্রের হাত থেকে বাঁচার জন্য কিছু পদক্ষেপেরও সুপারিশ করেছে কমিটি।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুন ১৬, ২০১১