কলকাতা: বঙ্গপোসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের হাত ধরেই উত্তরবঙ্গের পর বর্ষার আবির্ভাব ঘটেছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকেই সেখানে বর্ষা প্রবেশ করেছে বলে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্ষার ফলে শুক্রবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘে ঢাকা। দেখা মেলেনি সূর্যের। ঝিরঝিরে বৃষ্টির পাশাপাশি কখনও কখনও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টা অবস্থা একই রকম থাকবে বলে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, রাতের দিকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উপগ্রহচিত্র দেখে আবহাওয়াবিদরা জানিয়েছেন, গভীর নিম্নচাপটি স্থলভূমির কাছাকাছি চলে আসার ফলে এর শক্তি বাড়ার আশঙ্কা কম।
বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিতে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। শুরু হয়েছে ব্যাপক যানজট। কলকাতার নিচু এলাকাগুলোতে পানি জমে গেছে।
শুক্রবার সকাল থেকে সড়কে পানি জমার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
পাম্পের সাহায্যে পানি সারানোর কাজ শুরু হলেও বিদ্যুৎ সরবারহ বিপর্যস্ত হওয়ায় তা ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, জুন মাসের ১০ তারিখের মধ্যে রাজ্যে বর্ষা আসার সম্ভাবনা থাকলেও এবারে বেশ কয়েকদিন পর রাজ্যে এর দেখা মিলল। দক্ষিণবঙ্গে বর্ষা আসার ২ দিন আগেই তা উত্তরবঙ্গে প্রবেশ করে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১১