ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তাড়াহুড়োর জন্যই সিঙ্গুরের জমি বন্টনে জটিলতা:বামফ্রন্ট

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৩, জুন ৩০, ২০১১

কলকাতা: সিঙ্গুরের জমি বন্টন নিয়ে অহেতুক তাড়াহুড়া করার কারনে এই আইনী জটিলতা এমনটাই মনে করে বামফ্রন্ট।

বুধবার রাতে কলকাতায় বাংলানিউজের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যে বিরোধী দলনেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. সূর্যকান্ত মিশ্র বলেন, আমরা সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেওয়ার পক্ষে।

একথা বিধানসভাতেও বলেছি। তবে এতে কোনও ইচ্ছুক বা অনিচ্ছুক কৃষকদের ভেদাভেদ থাকুক তা চাই না। জমিতে শিল্প না হলে সব কৃষককে তা ফিরিয়ে দেওয়া হোক।

তিনি আরও বলেন,  সরকারের কাছে ইচ্ছুক-অনিচ্ছুকের কোন ভেদাভেদ থাকা উচিত নয়।

বামফ্রন্ট ক্ষমতায় আসলে ওই জমিতে শিল্পই করত বলে তিনি জানান।

জমি বন্টন নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের রায় নিয়ে এদিন তিনি বলেন, আমরা আগেই সরকারকে বলেছিলাম, তাড়াহুড়া করবেন না। সেই কথা না শোনার জন্যই এই জটিলতার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, জুন ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।