কলকাতা: রাজ্যের বেহাল অর্থনীতির হাল ফেরাতে রাজ্য সরকার এবার পুঁজিবাজার থেকে ১ হাজার কোটি রুপির ঋণ নিচ্ছে।
এ ব্যাপারে মঙ্গলবার বাজারে সরকারি স্টক ছাড়ার একটি নির্দেশিকা জারি করেছে অর্থ মন্ত্রক।
রাজ্যের সাড়ে ৩ হাজার কোটি রুপির ঘাটতি পূরণ করতে এ স্টক বিক্রি করা হবে। এর মধ্যে ৫০০ কোটি রুপি স্বল্প সঞ্চয় থেকে ঋণ নিয়েছে রাজ্য সরকার। বাকিটা পুঁজিবাজার থেকে ঋণ নেবে।
অর্থ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, এ টাকা রাজ্যের উন্নয়নের জন্য ব্যয় করা হবে। এজন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুম্বাই কার্যালয় থেকে সরকারি স্টক বিক্রির এ নিলাম করা হবে।
যারা নিলামে অংশ নিতে চান, তাদের মঙ্গলবার নেগোশিয়েটেড ডিলিং ব্যবস্থার মাধ্যমে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে আবেদন করতে হবে।
এ স্টকের ১০ শতাংশ বণ্টন করা হবে নন-কমপিটিভ বিডারদের মধ্যে।
এ বিভাগে যারা অংশ নিতে চান তাদেরও একই ব্যবস্থার মাধ্যমে সকাল সাড়ে ১১টার পর সুযোগ মিলবে। নিলামের ফলাফল রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটে দেখা যাবে।
নিলামে যারা জিতবে তাদের টাকা দেওয়া হবে বুধবার। নগদ, ব্যাংকার্স চেক, পে অর্ডার ও ডিমান্ড ড্রাফট করে রির্জাভ ব্যাংকের মুম্বাই শাখা ও কলকাতা শাখায় ভাঙানো যাবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১১