ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুর নিয়ে টাটার সংশোধনীর মতামত বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১১

কলকাতা: সিঙ্গুর নিয়ে কলকাতা হাইকোর্টে টাটাদের আইনজীবী সমরাদিত্য পাল সোমবার হাইকোর্টে যে সংশোধনীর আবেদন জানিয়েছেন তাতে বিচারক বিচারক সৌমিত্র পাল মতামত দেবেন বৃহস্পতিবার।

সিঙ্গুর জমি অধিগ্রহণ আইন পাস হওয়ার পরে ২১ জুন দ্রুত জমির দখল নেয় রাজ্য সরকার।

তারই ভিত্তিতে ২২শে জুন মামলা করে টাটা মোটরস।

সোমবার আদালতে আইনজীবী বলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করায় তারা তাদের বক্তব্য সঠিকভাবে পেশ করতে পারে নি। তাই তারা মূল মামলার কিছু সংশোধনী করতে চান।

টাটা মোটরসের প্রধান অভিযোগ ছিল, সিঙ্গুর জমি অধিগ্রহণ আইন অসাংবিধানিক। তারই ভিত্তিতে রাজ্য সরকারকে ৮ জুলাই হলফনামা প্রকাশের নির্দেশ দেন বিচারক। এই হলফনামার ভিত্তিতে টাটা মোটরস তাদের হলফনামা ১২ জুলাই জমা দেবে। ১৪ই জুলাই এই মামলার ফের শুনানি হবে।

ভারতীয় সময়: ১৯১০ ঘন্টা, জুলাই ০৫,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।