কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছায় রাজ্য সরকার ‘বঙ্গশ্রী’ নামে একটি সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোববার সন্ধ্যায় মহাকরণে এ খবর দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকার জানিয়েছে, তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে আগামী ২৫ জুলাই এ সম্মাননা দেওয়া হবে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এবং সম্মাননা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি।
প্রথমবারের জন্য এই সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট গায়ক মান্না দে, প্রবীণ গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখার্জী, অভিনেত্রী সুপ্রিয়া দেবী, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী দ্বিজেন মুখার্জী, প্রবীণ অভিনেতা হারাধন ব্যানার্জী এবং প্রবীণ সাহিত্যিক মহাশ্বেতা দেবী। অষ্টম ব্যক্তিত্বের নাম এখনও চূড়ান্ত হয়নি।
মহাকরণ সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে বসবাসরত মুসলিম বিদ্যজনদের মধ্যে একজনকে এবার সম্মাননা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ প্রসঙ্গে বলেছেন, ‘এরা প্রত্যেকেই বাংলার তো বটেই, বাংলার বাইরে গোটা দেশে এবং দুনিয়ায় এ রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। কিন্তু কখনও সরকারের তরফে এদের যোগ্য সম্মান জানানো হয়নি। সেই জন্য মা-মাটি-মানুষের সরকার ওদের সম্মান জানাচ্ছে। ’
মহাকরণের একটি সূত্র জানাচ্ছে, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেনকেও সম্মাননা দিতে। কিন্তু তিনি প্রকাশ্যেই আসেন না। তাই পরে মুখ্যমন্ত্রী নিজেই এ বিষয়ে ‘না’ করেছেন।
মমতা ব্যানার্জি এদিন পরিস্কার জানিয়েছেন,‘প্রবীণ বিদ্যজনদের সম্মান দেওয়ার কাজটা আমরা শুরু করতে চাই। এর মধ্যে কোনো রাজনীতি নেই। ’
ভারতীয় সময়: ০৭০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১১